
প্রকাশিত: Wed, Jan 4, 2023 4:27 PM আপডেট: Sun, May 11, 2025 9:20 AM
নায়িকাদের মধ্যে সারা জেরিনই ছিলেন একমাত্র মুক্তমনা : জাকির হোসেন রাজু
ইমরুল শাহেদ: নবাগত জুটি হিসেবে সারা জেরিন ও সাইমন সাদিক একই সঙ্গে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ ছবির মাধ্যমে ২০১২ সালে গ্ল্যামার জগতে পদার্পণ করেন। কিন্তু সাইমন সাদিক নায়ক হিসেবে টিকে গেলেও সারা জেরিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। এর কারণ কী? জানতে চাইলে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘জ্বি হুজুর’র পর সে তো আরও ছবিতে কাজ করেছে। কেন কন্টিনিউ করতে পারেনি, সেটা তো আমি বলতে পারছি না।’
আপনার পর্যবেক্ষণ কী, জেরিন কেন টিকতে পারলো না? এই পরিচালক বলেন, সারা জেরিন ছিলো লেখাপড়া জানা মেয়ে। তার বিবেক যেটুকু তাকে অনুমোদন দেবে সেটুকুই সে করতে পারবে। তাকে প্রতিযোগিতা করতে হয়েছে মৌসুমী, শাবনূর ও পপিদের সঙ্গে। এই প্রবল প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিল্পকলা একাডেমি থেকে তাদের দু’জনকে উচ্চারণসহ অভিনয়ের প্রশিক্ষণ দিয়েছি একপক্ষকাল ব্যাপী। তারপর তাদের আমি ক্যামেরার সামনে নিয়ে গেছি। ছবি মুক্তির পর কেউ তাদের নবাগত বলেনি।’
‘জ্বি হুজুর’ ছবির পর সারা জেরিনের আরও দুটি ছবি মুক্তি পেয়েছিলোÑ ‘অন্যরকম ভালোবাসা’ ও ‘রোমিও ২০১৩’। দু’টি ছবিতে তার নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী। কিন্তু মুক্তি পাওয়া তিনটি ছবির কোনোটিই সাড়া জাগানো ছিলো না। এছাড়া সারা জেরিন প্রতিষ্ঠা পাওয়ার জন্য লেগেও থাকেননি। ২০১৩ সালের পর তাকে আর আলোচনায় পাওয়া যায়নি। এমনকি জাকির হোসেন রাজুও সারা জেরিনকে নিয়ে ধারাবাহিকতা রক্ষা করেননি। কিন্তু সাইমনকে নিয়ে বেশ কিছু কাজ করেছেন। জাকির হোসেন রাজু বলেন, ‘সারা জেরিনকে নিয়ে কাজ করে আমি সন্তুষ্ট। এই চলচ্চিত্রশিল্পে আমি দীর্ঘদিন থেকে আছি। আমার দেখা সব নায়িকাদের মধ্যে সারা জেরিনই ছিল একমাত্র মুক্তমনা। তার মধ্যে মেয়েলিসুলভ কোনো হিংসা-বিদ্বেষ কখনো দেখিনি। নিজের কাজটুকু যত্ন নিয়ে করে। পূর্ণিমার ক্ষেত্রেও একই কথা। সময় অনুসারে কাজ করতে আসে, কাজ করে চলে যায়। কোনো খুনসুটি নেই। আসলে কাজের মানুষকে কেউ পছন্দ করেন না।’
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
